রবি কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩,  রবি এজেন্টের সাথে কথা বলার নাম্বার,  রবি অভিযোগ কেন্দ্র,  রবি কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা,  রবি লাইভ চ্যাট,  রবি সেবা চট্টগ্রাম,  রবি কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম,  রবি সেবা পয়েন্ট,



রবি এজেন্টের সাথে কথা বলার নাম্বার হলো ১২১। এই নাম্বারে আপনি কথা বলে সকল ধরনের সেবা নিতে পারবেন এজেন্ট এর মাধ্যমে। বাংলাদেশের একটি জনপ্রিয় সিম কোম্পানি হলো রবি। এই কোম্পানিতে অনেক মানুষ বর্তমানে চাকরিজীবী রয়েছেন। তাদের কাজ হলো মানুষকে সেবা প্রদান করা। তাদেরকে রবি কোম্পানি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সাধারণ মানুষের সেবার জন্য রেখেছেন। বর্তমানে বাংলাদেশের প্রায় ৮০ পারসেন্ট মানুষ রবি সিমের সাথে জড়িত আছেন। রবি সিমের নানা রকমের সুযোগ সুবিধা যার কারণে মানুষ বেশি ব্যবহার করে। 



রবি সিমের রয়েছে নানান রকমের অফার রয়েছে। তাছাড়া আপনি রবি অফিসে কল করে সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবে। নতুন নতুন আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন রবি অফিসের মধ্যেমো। যারা এজেন্ট এর কাজে নিয়োজিত আছেন তাদের আচার-ব্যবহার অনেক সুন্দর মিষ্টি। আপনি চাইলে এখানে চাকরি করতে পারবেন। তবে তার জন্য আপনার যোগ্যতা থাকা লাগবে। তাছাড়া  রবি কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩ অনুযায়ী নতুন কোন আপডেট করা হয়নি আগের মত ১২১ নাম্বারে  কল করে সব তথ্য জানতে পারবেন।  



রবি কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা মধ্যে তাদের অনেক অফিস রয়েছে।  তার মধ্যে থেকে যে কোন একটি অফিসে যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান  করতে পারবেন।  তাছাড়া আপনি যদি অফিস বের করতে সক্ষম না হয়ে থাকেন তাহলে তাদের ১২১ নাম্বারে কল করে আপনার নিকটবর্তী স্থানীয় অফিসে ঠিকানা নিতে পারবেন।  


রবি কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম ১২১ কল করলে পেয়ে যাবেন। তাদের তাদের অফিস রয়েছে চট্টগ্রাম কতোয়ালী চৌধুরী টাওয়ার এইচ এস এস রোড। এই অফিস খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা প্রর্যন্ত। এই টাইমে আপনি অফিসে যোগাযোগ করে সকল ধরণের সহযোগিতা নিতে পারবেন। 



রবি অভিযোগ কেন্দ্র হলো অফিসে। আপনি ১২১ নাম্বারে কল করে সকল ধরণের অভিযোগ করতে পারবেন।  যারা চট্টগ্রাম থাকেন তারা রবি সেবা চট্টগ্রাম যোগাযোগ করে সেবা এবং অভিযোগ করতে পারবেন।  তাছাড়া রয়েছে  রবি লাইভ চ্যাট সেখানে সরাসরি  কথা বলতে পারবেন যে কোন বিষয় নিয়ে প্রতিনিধির সাথে।  রবি আরো সুবিধা জন্য চালু করেছে রবি সেবা পয়েন্ট।  যেখান থেকেও আপনি সেবা নিতে পারবেন।  



আমার লেখা আর্টিকেল যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই সিয়ার করবেন।  তাছাড়া আপনার সকল বন্ধুদের মাঝে আমার আর্টিকেল পড়ার জন্য সাজেস্ট করবেন। পরিশেষে কমেন্ট করে অবশ্যই মতামত প্রকাশ করবেন।। 

Post a Comment

Previous Post Next Post